মো: জামাল উদ্দিন
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, শেখ মুজিব ডিগ্রি কলেজ তারাকান্দা,ময়মনসিংহ।
**শিক্ষা জাতির মেরুদন্ড । Education is the backbone of a nation.
এই স্লোগানকে ধারণ করে যে জাতি শিক্ষায় যত এগিয়েছে সেই জাতিই বিশ্বে আজ মাথা উচুঁ করে দাঁড়িয়ে আছে।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলাধীন শেখ
মুজিব ডিগ্রি কলেজটি ২০০১ সনে চরপাড়া গ্রামে প্রতিষ্ঠা লাভ করে । চরপাড়া গ্রামের কৃতি সন্তান হিসেবে আমি
মোঃ জামাল উদ্দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি শেখ মুজিব ডিগ্রি কলেজটি
প্রতিষ্ঠা করি । কলেজটি স্কীকৃতি প্রাপ্ত ও এম,পি,ও ভুক্ত এবং জাতিয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি স্তর অধিভুক্ত।
পাবলিক পরিক্ষায় উপজেলায় কয়েকবার শ্রেষ্ঠ ফলাফলের পাশাপাশি বার বার সন্তোষজনক ফলাফল করে আসছে ।
দক্ষ, মেধাবী ও পারদর্শী শিক্ষকদের মাধ্যমে পাঠ্যদান করা হয় । সকল কর্মকর্তা ও কর্মচারী প্রতিষ্ঠানটির উন্নতির জন্য
আন্তরিক ও যত্নশীল । সুন্দর অবকাঠামো, মাল্টিমিডিয়া ক্লাসরুম, অত্যাধুনিক কলেজ গেইটসহ একটি মনোরম পরিবেশে
কলেজটি অবস্থিত । অনেক শিক্ষার্থী এস,এস,সিতে A+ না পেলেও এইচ,এস,সিতে
A+ পেয়েছে । জাতিয় ও আর্ন্তজাতিক মানের শিক্ষা প্রদানে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি । সাপ্তাহিক, মাসিক ত্রৈমাসিক
পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও পাঠদান উন্নতিকরণ প্রক্রিয়া চলমান । জাতিয় পর্যায়ে শিক্ষার্থীরা যাতে
গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে সেই জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ।
নদীর ধারে অবস্থিত এই ডিগ্রি কলেজ একটি আদর্শ স্থান যেখানে শিক্ষার্থীরা প্রাকৃতিক
সৌন্দর্য এবং শিক্ষার অভিজ্ঞতা সমান্তরাল সংগঠিত করতে পারে। আমরা উন্নত শিক্ষার মাধ্যমে তাদের
মানসিক, শারীরিক এবং নৈতিক উন্নতি সমর্থন করতে প্রতিশ্রুতি করি। প্রগতি ও উন্নতির সাথে মিলিত
হতে আমাদের সমস্ত প্রযুক্তিগত সাধনা অবিচ্ছিন্নভাবে কাজ করবে। আমাদের কর্মপরিকল্পনা জাতিয়
স্বার্থে এবং শিক্ষাই জাতির মেরুদন্ড এই স্লোগানই আমাদের মূলমন্ত্র ।
"ধন্যবাদ "
"Our teacher is the soul of our success!"